তবুও

বেশ খানিকটা সময় চলে গেছে
দ্রবীভূত হয়ে গেছে সবকিছু, সবাই ভুলে যায়,
আমিও ভুলে যাই। ভুলে যাওয়াটাই ভদ্রতা।
তবুও মাঝে মাঝে রাতের পর রাত আমার  চোখ
বিশ্রাম হারিয়ে জেগে থাকে। ভাবনার পর ভাবনা
গুলো একটার পর একটা এসে তোমাকেই জীবন্ত
করে তুলে। আমি কথা কই তোমার সাথে।
তুমি খিল খিল করে হাসো, হেটে বেড়াও,
আমি তাকিয়ে দেখি তোমাকে,আমিও হাসি।
তোমার নুপুরে শব্দ শুনি ।
মাঝে মাঝেই ইচ্ছে হয় তোমর হাত খানা ছুয়ে দিই
অমনি তুমি পালিয়ে যাও, মিলিয়ে যাও।
কেন যাও?

এখানে আপনার মন্তব্য রেখে যান